পেমেন্ট গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট

Reporter Name / ৪৬৭ ooo
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগ পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে  ১৭ অক্টোবর ভোক্তা অধিকার বিষয়ক বেসরকারি সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়সহ সাত প্রতিষ্ঠানের ১০ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়।

সিসিএসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জারিন ডাকযোগে এ নোটিশ পাঠান। তিনি বলেন, ‘আমরা সিসিএস থেকে প্রায় সাড়ে তিনশ’ ভুক্তভোগীর সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। যাদের টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। এই সমস্যা সমাধানের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তবে নোটিশের জবাব না পাওয়ায় গত ২১ অক্টোবর পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হাইকোর্টে রিট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category