টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি বলেছেন,জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। অন্যদিকে জাতির পিতারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উন্নয়ন ও অগ্রগতির চরম শিখরে পৌঁছে দিচ্ছেন। তার বলিষ্ঠ ও সফল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল৷ শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সাবেক টঙ্গী পৌরসভা চত্বরে ১৫ আগষ্ট উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শামসুন্নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খাঁন, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,কাউন্সিলর আবদুল আলীম মোল্লা, কাউন্সসিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, ওসমান আলী, জয়নাল আবেদিন বিএ, সাইফুল ইসলাম, মশিউর রহমান সরকার বাবু, বিল্লাল হোসেন প্রমূখ।
জাহিদ আহসান রাসেল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- তিনি পদ্মা সেতু করবেন, তিনি তা করে দেখিয়েছেন। তিনি বলেছেন- মধ্যম আয়ের দেশ করবেন, মেট্রোরেল করবেন, বিনামূল্যে বই দেবেন, ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন, ঘরে ঘরে যোগাযোগ ব্যবস্থায় সড়ক মহাসড়ক করবেন, এমনি ভাবে শত শত ওয়াদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করেছেন।
You must be logged in to post a comment.