বিধ্বস্ত প্লেনে ছিল সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল: আইএসপিআর

Reporter Name / ২১০ ooo
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

গ্রিসের উত্তরাঞ্চলে কাভালা শহরের কাছে পালেচোরি গ্রামে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

ওই প্লেনটিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।   রোববার ( ১৭ জুলাই) আইএসপিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

এদিকে সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিক জানিয়েছেন, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি।  শনিবার এটি সার্বিয়া থেকে জর্ডানে যাচ্ছিল। এতে ১১ টন অস্ত্রের পাশাপাশি ল্যান্ড মাইন ছিল যা বাংলাদেশে আনা হচ্ছিল।

গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্লেনটিতে থাকা আটজন ক্রু সদস্য মারা গেছেন। রোববার (১৭ জুলাই) দুর্ঘটনাস্থল থেকে দুই দমকলকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষাক্ত ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয়।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, প্লেনটির জর্ডান থেকে সৌদি আরব ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশে থাকতেই প্লেনটিতে আগুন ধরে যায়।  পুড়তে পুড়তে তা নিচে নামে। এটি মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার দুই ঘণ্টা পরও দুর্ঘটনাস্থলে আগুনের গোলা দেখা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ইউক্রেন, সার্বিয়া বা জর্ডানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category