পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে- ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাঁহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি।”
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। তবে তিনি জানান, “গ্লোবাল কনটেক্সটে যে অস্থিতিশীলতা হচ্ছে, সেটা নিয়ে কথা বলেছি,”।
গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে মোমেন বলেছিলেন, “আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে … শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি।”
পররাষ্ট্রমন্ত্রী এসব কথা নিয়ে সারাদেশে বিভিন্ন মহল এবং তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেকা দেয়। এমন কি তিনি দলের এমপি হলেও কেন্দ্রীয় কমিটির কেউ নন বলেও বক্তব্য দেন দলের একাধিক নেতা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এ নিয়ে সমালোচনামুলক মন্তব্য করেন। এক পর্যায়ে তাকে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করাও দাবি ওঠে। এর আগে
এমন প্রেক্ষাপটে আগের বক্তব্য অস্বীকার করে আজ বক্তব্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে না- ভারতে গিয়ে এমন বক্তব্য দেওয়ায় মোমেনের বিরুদ্ধে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে চট্টগ্রামে কালো পতাকা মিছিল করেছেন হিন্দু ধর্মাবম্বীরা।
আজ পররাষ্ট্রমন্ত্রী ড. সোমবার মোমেন বলেন, “আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তার ধারের কাছেও আমি নেই।”
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলাদেশের মানুষ বেহেশতে’ আছে -এমন বক্তব্য দিয়েও চরম সমালোচনায় পড়েছিলেন। তখনও দলের নেতারা তার কতাবার্তা নিয়ে চরম সমালোচনা করেছিলেন। দল থেকেও তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল।
You must be logged in to post a comment.