ভেনেজুয়েলায় মার্কিন হামলা, কড়া বার্তা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ ooo
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সরাসরি সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠোর নিন্দা জ্ঞাপন করে।

বেইজিং এই ঘটনাকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রকাশ্য শক্তি প্রয়োগ’ এবং আন্তর্জাতিক আইনের নজিরবিহীন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

সিএনএনের বরাতে জানা গেছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান যে, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিতে চীন গভীরভাবে উদ্বিগ্ন। বেইজিংয়ের মতে, যুক্তরাষ্ট্রের এই ধরনের আধিপত্যবাদী কর্মকাণ্ড কেবল ভেনেজুয়েলার সার্বভৌমত্বকেই ক্ষুণ্ণ করেনি, বরং এটি পুরো লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই অনৈতিক সামরিক অভিযানের বিরুদ্ধে চীন তাদের দৃঢ় অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়েছে।

চীনের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে ওয়াশিংটনকে আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বেইজিং দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন বন্ধ করতে হবে। এ বিষয়ে চীনের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব প্রদানকারী শীর্ষ ব্যক্তিবর্গ হলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নীতি-নির্ধারকগণ।

বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলায় মার্কিন এই সরাসরি হস্তক্ষেপের ফলে চীন ও রাশিয়ার মতো বিশ্বশক্তিগুলোর সাথে আমেরিকার কূটনৈতিক সংঘাত আরও প্রকট হতে পারে।

মাদুরো সরকারের অন্যতম প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগী হিসেবে চীন সব সময়ই ভেনেজুয়েলার পাশে থেকেছে। বেইজিং মনে করে, একতরফা শক্তি প্রয়োগ করে কোনো দেশের নেতৃত্ব পরিবর্তন করা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি ভয়াবহ নজির। এই ঘটনার পর আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে চীন অন্যান্য মিত্র দেশগুলোর সাথে সমন্বয় বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় একটি ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, এই বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category