মার্কিন পতাকায় আগুন, ডোনাল্ড ট্রাম্পের ছবি পদপিষ্ট

আন্তর্জাতিক ডেস্ক / ২৮ ooo
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও হামলার প্রতিবাদে লাতিন আমেরিকা থেকে এশিয়াÑ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় আগুন দিয়ে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা ও ছবিতে পদাঘাত করে তীব্র নিন্দা জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে মার্কিন দূতাবাসের দিকে বিশাল মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা। সেখানে তারা যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আচরণের বিরুদ্ধে সেøাগান দেন। একপর্যায়ে দূতাবাসের অদূরেই যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ইপিএর আলোকচিত্রী হুয়ান ইগনাসিও রনকোরোনির ক্যামেরায় সেই অগ্নিগর্ভ প্রতিবাদের দৃশ্য উঠে এসেছে।

একই চিত্র দেখা গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতেও। জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন শত শত অধিকারকর্মী ও সাধারণ মানুষ। রয়টার্সের আলোকচিত্রী উইলি কুর্নিওয়ানের তোলা ছবিতে দেখা যায়Ñ আন্দোলনকারীরা ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করছেন।

বিক্ষোভের ঝাঁজ এতটাই তীব্র ছিল যে, জাকার্তায় আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত পোস্টার মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে ধিক্কার জানান। বিশ্বজুড়েই বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর এই আঘাতকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category