মোবাইলে নেই ইন্টারনেট, চলছে ব্রডব্যান্ড

Reporter Name / ২৫৯ ooo
Update : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব অপারেটরে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে।

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের ওয়েবসাইট ব্রাউজিংয়ে সমস্যা পড়েছেন গ্রাহকরা। অনেকেই জরুরি ই-মেইলও চেক করতে পারছেন না। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category