ইউক্রেনের দোনবাসের লুহানেস্কের নির্বাসিত গভর্নর সেরহি হাইদাই বৃহস্পতিবার বলেছেন, খারকিভে যেভাবে রুশ সেনাদের হটিয়ে দিয়ে ইউক্রেন মাইলের পর মাইল জায়গা স্বাধীন করেছে, লুহানেস্কে তেমনটি আশা করা যাচ্ছে না। কারণ এখানে নিজেদের অবস্থান শক্ত করছে রুশ সেনারা।
তিনি আরও বলেন, লুহানেস্কসহ বিভিন্ন দিকে লড়াই অব্যাহত আছে। খারকিভের মতো অবস্থা এখানে হবে না।
তিনি জানান, এই অঞ্চলের পুরুষদের এখন জেলে ভরছে রুশ সেনারা।
লুহানেস্কের নির্বাসিত এ মেয়র টেলিগ্রামে আরও বলেছেন, আমাদের অঞ্চলের জন্য আমাদের কঠিন লড়াই করতে হবে। রাশিয়ানরা তাদের রক্ষা করতে প্রস্তুতি নিচ্ছে।
এদিকে লুহানেস্ক হলো দোনবাসের বৃহত্তম অঞ্চল। গত জুলাইয়ে লুহানেস্ক দখল করতে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এরপর সেটি তাদের অধীনে চলে আসে।
সূত্র: দ্য গার্ডিয়ান
You must be logged in to post a comment.