শিশু সুরক্ষা ও শিশু অধিকার নিয়ে শিশু সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ২৩২ ooo
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে গতকাল মঙ্গলবার শিশু অধিকার বিষয়ক শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ শিশু সংলাপ অনুষ্ঠান টঙ্গীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী শিশু ফোরামের আয়োজনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন আরবান প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষা ও আইসিটি সহকারী কমিশনার উম্মে হাবিব ফারজানা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ মাসুদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার লরেন্স ফলিয়া, জসিম উদ্দিন, শ্রাবণতী বিশ^াস, গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কেয়া শারমিন, নাসরিন আক্তার শিরিন, নূরুল ইসলাম নূরু, ফারুক আহমেদ প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ বন্ধে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। যৌন হয়রানি ও নির্যানের শিকার হলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ও ১০৯ এর সহযোগিতা নেয়ার কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে শিশু অধিকার নিয়ে সংলাপ উপস্থাপন করেন শিশু মাহমুদুর রহমান নাইম, সাবিনা ইয়াসমিন জুথি ও সাদিয়া জান্নাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category