সিনেমার পর্দা থেকে সংসদের পথে বলিউড ‘কুইন’ কঙ্গনা

Reporter Name / ৩৭৩ ooo
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

অনলাইন ডেস্ক

মঙ্গলবার ভোট গণনার শেষ পর্যায়ে ভারতের গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, মান্ডি আসনে জয় পেয়েছেন কঙ্গনা। বিজয় নিশ্চিত হওয়ার পর একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজকের এই দিনটা আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল। যেহেতু রাজনীতিতে প্রথম, সেহেতু নানা অনিশ্চয়তা ছিল। এটা আমার প্রথম জয়ও। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয় কর্মীদের। নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথানত করে ধন্যবাদ জানাই মান্ডির সমস্ত মানুষকে। মান্ডিকন্যা, মান্ডির বোন কঙ্গনাকে এত ভালেবাসা দিয়েছে। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব, বিকাশ করব।’

মান্ডি আসনে কঙ্গনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ‘রাজাসাহেব’ হিসেবে পরিচিত কংগ্রেসের বিক্রমাদিত্য সিং। মান্ডির প্রয়াত রাজা বীরভদ্র সিংয়ের পুত্র তিনি। বীরভদ্র সিং হিমাচলের রাজনীতিতে কিংবদন্তি পুরুষ ছিলেন। বহুবার তিনি এই রাজ্যটির মুখ্যমন্ত্রী হয়েছেন।

পারিবারিক ঐতিহ্যের জন্যই বিক্রমাদিত্যর বয়স মাত্র ৩৩ বছর হলেও রাজনীতিতে কঙ্গনার চেয়ে তিনি অনেকাংশে এগিয়ে ছিলেন। ফলে ধারণা করা হচ্ছিল, নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বলিউড অভিনেত্রী। তবে ভোটের ফলাফল বলছে, বেশ সহজেই জয় পেয়ে গেছেন তিনি। বিক্রমাদিত্যের চেয়ে তিনি প্রায় ৭৫ হাজার ভোট বেশি পেয়েছেন।

সম্প্রতি নির্বাচনী প্রচারণা চালানোর সময় কঙ্গনা ঘোষণা করেছিলেন, বিজয়ী হলে তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। বিজয়ের পর এবার দেখার পালা সংসদ আর রাজনীতির মাঠে কেমন ভূমিকা রাখেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category