সিরিয়ায় আসাদপন্থি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৯ ooo
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগতদের সঙ্গে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর দুদিনের সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে আসাদ অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয়। দুদিনের এ সংঘর্ষে সেখানে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৪৮ জন আসাদের অনুসারী নিহত হয়েছেন।

তবে এ তথ্য সঠিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, সিরিয়ার আলাউইতদের প্রাণকেন্দ্র জাবলেহ, বানিয়াস এবং আশপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে বছরের পর বছর ধরে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সামিল।

তিনি বলেন, নিহতদের মধ্যে আলাউইতদের সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছেন।

বিশ্লেষকদের মতে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য এ অঞ্চল একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি দক্ষিণেও প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন। সেখানে সাম্প্রতিক দিনগুলোতে দ্রুজ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে।

সিরিয়া সরকার জানায়, আসাদপন্থিরা তাদের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তবে আসাদের অনুগতরা বলেছেন, তাদের সম্প্রদায়ের মানুষদের ওপর বিশেষ করে গ্রামীণ হোমস ও লাতাকিয়া এলাকায় সহিংসতা ও হামলার শিকার হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category