স্কুলছাত্রকে পিটিয়ে মারলো শিক্ষক

Reporter Name / ২৩৬ ooo
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

১৩ বছরের এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলেছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতের রাজস্থান প্রদেশের বেসরকারি একটি স্কুলে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

‌প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রাজস্থানের চুরু জেলায় কোলাসার গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম বিষ্ণু। সে স্থানীয় বেসরকারি একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো। হোম ওয়ার্ক করে না আসায় ওই শিক্ষক তাকে মারধর করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর বাবা এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্ত শিক্ষক মনোজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত চলছে। নিহত শিক্ষার্থীর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এই ঘটনার তদন্ত শেষ না পর্যন্ত ওই স্কুলের স্বীকৃতি স্থগিত করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category