৪ ঘণ্টায়ও রেলপথ ছাড়েননি তিতুমীরের শিক্ষার্থীরা, ভোগান্তি চরম

নিজস্ব প্রতিবেদক / ৯৬৬ ooo
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ে চার ঘণ্টা ধরে রাজধানী মহাখালীতে রেললাইন অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ওই সড়ক ও রেলযোগাযোগ ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে গিয়ে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনের ওপর বসে রয়েছেন।

তাদের চারপাশ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
 

এর আগে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন লাল পতাকা দেখিয়ে থামানো হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত, মানি না মানি না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিউই, টিউই টিউই’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, ‘প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানবো না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’সহ নানা স্লোগান দিচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলমান থাকবে।
এদিকে দাবি আদায়ে ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

যার প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত ২৯ জানুয়ারি বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category